সিলেট আসছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০১৬ ইং, ৬:১০ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৪ বার পঠিত

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জানুয়ারী বেলা আড়াইটার দিকে সিলেটের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থরস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আলীয়া মাদ্রাসায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগদান করবেন তিনি।
প্রসঙ্গত, এরআগে গত ১২ ডিসেম্বর সিলেট আসার কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে আগামী ৭ জানুয়ারি সিলেট সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। সর্বশেষ আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২১ জানুয়ারী সিলেট আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।