১০ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৬ ইং, ১২:১০ অপরাহ্ণ | সংবাদটি ৭৭১ বার পঠিত
নিউজ ডেস্ক:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল আগামী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা করা হবে। এই ধাপে প্রায় সাতশ’র অধিক ইউপির ভোট গ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
শাহ নেওয়াজ বলেন, উল্লেখিত সময়ের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার জন্য ইসি কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়ে। আগামী ২৪শে জানুয়ারি ১০ দিনের সফরের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-সহ তিনি সরকারি সফরে দিল্লি যাবেন। সেখান থেকে ফিরে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ-এর সিঙ্গাপুর সফরে যাওয়ার কথা রয়েছে।
নির্বাচন প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, সবধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। ইতি মধ্যে নির্বাচনি সমগ্রী কেনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। কয় ধাপে নির্বাচন হবে এ ব্যপারে সিদ্ধান্ত নেয়া হয়নি।