বিশ্বকাপের ট্রফি ঢাকায়
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০১৬ ইং, ৮:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৩ বার পঠিত
নিউজ ডেস্ক:: টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ট্রফিটি রাখা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার বেলা ৩টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিসিবির ক্রীড়া উন্নয়ন বিভাগের ক্রীড়া শিক্ষা প্রশাসক মো. রাশেদ ইকবাল জানান, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোতে এই ট্রফিটি প্রদর্শন করবে আইসিসি। তারই অংশ হিসেবে এটি বাংলাদেশে এসেছে। পাকিস্তান থেকে দুবাই হয়ে ট্রফিটি বাংলাদেশে আসে। এখান থেকে যাবে শ্রীলঙ্কায়।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, শুক্রবার বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটির ইনিংসের মাঝখানে ট্রফিটি প্রদর্শিত হবে। তাই শুক্রবার বন্ধের দিন হলেও বেলা ৩টার পর ট্রফিটি বসুন্ধরায় আর রাখা যাবে না।
প্রসঙ্গত, ৮ মার্চ থেকে ভারতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিসিবির ক্রীড়া উন্নয়ন বিভাগের ক্রীড়া শিক্ষা প্রশাসক মো. রাশেদ ইকবাল জানান, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোতে এই ট্রফিটি প্রদর্শন করবে আইসিসি। তারই অংশ হিসেবে এটি বাংলাদেশে এসেছে। পাকিস্তান থেকে দুবাই হয়ে ট্রফিটি বাংলাদেশে আসে। এখান থেকে যাবে শ্রীলঙ্কায়।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, শুক্রবার বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটির ইনিংসের মাঝখানে ট্রফিটি প্রদর্শিত হবে। তাই শুক্রবার বন্ধের দিন হলেও বেলা ৩টার পর ট্রফিটি বসুন্ধরায় আর রাখা যাবে না।
প্রসঙ্গত, ৮ মার্চ থেকে ভারতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।