সিলেট লেখক ফোরামের দেশে দেশে সাহিত্য আড্ডার আয়োজন আমাদের অনুপ্রাণিত করে: কাউন্সিলর আয়াছ মিয়া
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১৮৮৬ বার পঠিত
সিলেট লেখক ফোরাম’র উদ্যোগে এস.এ.ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ব্রিটেনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের পরিবহন ও পরিবেশ বিষয়ক কেবিনেট সদস্য এবং লেখক ফোরামের উপদেষ্টা কাউন্সিলর মোঃ আয়াছ মিয়াকে নিয়ে সাহিত্য আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মহানগরীর সিলেট ক্যামব্রিয়ান কলেজ অডিটরিয়ামে সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কলামিস্ট গীতিকার ও কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া বলেন, ভাষার মাসে চমৎকার সাহিত্য আড্ডা ও সংবর্ধনার জন্য আয়োজকদের আমরা অভিনন্দন জানাই। বিদেশী অপসংস্কৃতির বিরুদ্ধে বাংলা সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টিকে ধরে রাখতে সিলেট লেখক ফোরাম দেশে বিদেশে যেভাবে কাজ করে যাচ্ছে তা এ যুগের ভাষা আন্দোলনের শামিল।
তিনি বলেন, বর্তমান আধুনিক যুগে সিলেট লেখক ফোরাম ও এস.এ.ও ফাউন্ডেশন সৃজনশীল কাজ করে যাচ্ছে। আপনাদের সকলের প্রচেষ্ঠা ও অনুপ্রেরণায় প্রবাসেও বাংলাদেশিরা সকল ব্যস্ততার ফাঁকে সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে ধরে রেখেছেন। বিশেষ করে সিলেট লেখক ফোরামের দেশে দেশে সাহিত্য আড্ডার আয়োজন আমাদের অনুপ্রাণিত করে। দেশে বিদেশে সাহিত্য আড্ডার পাশাপাশি আমাদের গুণীজনদের সম্মান দিতে গুণীদের স্মৃতিময় স্থানসমুহে সাহিত্য আড্ডা আয়োজনের মাধ্যমে তাদের রাষ্ট্রীয় সম্মাননার দাবী জানিয়ে সিলেট লেখক ফোরাম যে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাপ্তাহিক আমাদের সিলেট সম্পাদক ও নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা: মিফতাহুল হোসেন সুইট। বক্তব্যে তিনি বলেন, সিলেটের মেধাবী সন্তান কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া যুক্তরাজ্যে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দেশের জন্য সম্মান অর্জন করে আমাদেরকে গৌরবান্বিত করেছেন।
সভাপতির বক্তব্যে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, কাউন্সিলর মোঃ আয়াছ মিয়ার মতো সৎ মেধাবী এবং যোগ্যতাসম্পন্ন জননেতারা যুক্তরাজ্যে নেতৃত্ব দেয়ায় বাংলাদেশের সম্মান বেড়েছে। আমরা সিলেটবাসী তথা দেশবাসী গর্ববোধ করছি।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী।
কলেজের শিক্ষার্থী শাহিদা আক্তারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও প্রভাষক মাহফুজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রভাষক মারজানা আক্তার কলি, প্রভাষক আয়শা জামিলা, প্রভাষক মোঃ নজরুল ইসলাম, প্রভাষক লুবনা রয় তালুকদার, আলী আশরাফ খান, আব্দুস সালাম, ফোরামের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: ফখর উদ্দিন, সংস্কৃতিকর্মী বাহার বেগম, ফজলুর রহমান প্রমূখ। সংগীত পরিবেশন করেন, সিলেট ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী শাহ ইলমা আলম ও ক্ষুদে শিল্পী রিমা এবং রিপা।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সিলেট লেখক ফোরাম এবং এস.এ.ও ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি