সিলেট সাহিত্য ফোরামের বসন্তকালীন সাহিত্য উৎসব সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:২১ পূর্বাহ্ণ | সংবাদটি ১৮৯৯ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের চন্দ্রবান কমিউনিটি সেন্টারে সিলেট সাহিত্য ফোরামের আয়োজনে বসন্ত কালীন সাহিত্য উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার সাহিত্য উৎসবের শুভ উদ্বোধন করেন লামাকাজী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব কবির হোসেন (ধলা মিয়া)। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উক্ত উৎসবের শুরু হয়।
সাহিত্য ফোরামের সভাপতি মোহাম্মদ সায়েস্তা মিয়ার সভাপতিত্বে সাহিত্য সম্পাদক জয়নাল আবেদীন জয় ও সহ সাধারণ সম্পাদক কবি লায়েক আমহদ মাছুমের পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোনআন তেলায়াত করেন ফোরামে ধর্ম সম্পাদক কবি হুমায়ন কবির মায়ন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কবি কালাম আজাদ। প্রধান আকর্ষন বিশিষ্ট প্রাবন্ধিক বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান। প্রধান আলোচক, দেশের আলোচিত গবেষক কবি মূসা আল হাফিজ। বিশেষ অতিথি, এডভোকেট কবি কামাল তৈয়ব, কবি হাবিব ফয়েজী, কবি এনামুল হক মামুন, উপন্যাসিক আকদ্দুছ আলী, মঞ্জুশ্রী বিশ্ব একাডেমির প্রতিষ্টাতা পরিচালক সুমন বিল্পব, শাহীনুল ইসলাম শাহীন, বাউল শাহ সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান বাবলু, এনামুল ইসলাম বিজয়, সমীর দে। এছাড়া উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি আলাউদ্দিন আহমদ জুনেদ, নির্বাহী সদস্য রুম্মান আহমদ, সাহিত্য ফোরামের সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন রবি, কেন্দ্রিয় সদস্য পারভেজ আহমদ, সাজন আহমদ, গীতি কবি শাহীনা জালালী, কবি ফরিদ আহমদ, রাজুক মিয়া প্রমুখ। অনুষ্টানে ফোরামের পক্ষ থেকে কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে অধ্যক্ষ কবি কালাম আজদকে সম্মাননা পদক, প্রবন্ধে বিশেষ অবদানের জন্য মিজানুর রহমান মিজানকে সম্মাননা পদক ও কবি মূসা আল হাফিজ কে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি