আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ দৌলতপুর’র প্রাক্তন ছাত্র-ছাত্রী পূর্ণমিলনীর প্রস্তুতি কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৮৬ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: বিশ্বনাথ উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপিট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ দৌলতপুর এর যুক্তরাজ্য বসবাসরত প্রাক্তন ছাত্র-ছাত্রী পূর্ণমিলনী-২০১৬ এর প্রস্তুতি কমিটির শেষ সভা সোমবার ইস্ট লন্ডনের ব্রিকলেইনস্থ মনছুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
প্রাক্তন ছাত্র তৈবুর রহমানের সভাপতিত্বে ও ওয়াহিদ আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন দৌলত হোসেন, আব্দুল আওয়াল চৌধুরী, আহমদ হোসেন জামান, কামাল হোসেন, সারব আলী, শেখ মবস্বির আলী, সাদিকুর রহমান,হেলাল মোস্তাব,আবু তাহের,জিয়াউল হক,সিরাজুল ইসলাম,মইন উদ্দিন আনছার প্রমুখ।
এসময় প্রাক্তন ছাত্রবৃন্দ আগামী ৭ই মার্চ রোজ সোমবার পুন:মিলনী অনুষ্ঠান ব্যাপকভাবে সফল করার লক্ষে প্রস্তুতি নিয়ে সর্বশেষ সকল বিষয়ে পর্যালোচনা করেন।