ওসমানীনগরে উপজেলা প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৪:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৬৪১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন সোমবার দুপুরে করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি এমএফ আলী ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উমরপুর ইউপি চেয়ারম্যান রোটারিয়ান ফারুক আহমদ, সাদীপুর ইউপি চেয়ারম্যান হাজী আবদুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ, সমাজসেবী ফেরদৌস খান, রোটারিয়ান কাজী হেলাল।
বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উজ্জ্বল ধর, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন আনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক মোঃ কয়েছ মিয়া, সদস্য জয়নাল আবেদীন, সিতু সূত্রধর, আবু হানিফা, কবির আহমদ, নুরুল ইসলাম রাফি, রণিক পাল, গোয়ালাবাজার ইউপি সদস্য চামেলি রাণী দেব, মনোয়ারা বেগম, আলা মিয়া, আবদুর রহমান বাবলু, আবদুস সামাদ, সাদীপুর ইউপি সদস্য বখতিয়ার হোসেন, গোয়ালাবাজার ইউপি সচিব তালুকদার মকবুল হোসেন, গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী তাজ উদ্দিন, ডিএসবির মাসুদ রানা, রুহুল আমিন প্রমূখ। উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিলর মোঃ তুরণ মিয়ার অর্থায়নে গোয়ালাবাজার এলাকায় প্রেসক্লাব ভবন নির্মাণ করা হচ্ছে।