কুরআন মুখস্থ করে লন্ডনে সাড়া ফেলে দিল মারিয়া
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৬ বার পঠিত

আজ আমরা এমন এক বিস্ময় মেয়ে শিশু সম্পর্কে জানবো, যে কিনা মাত্র ৭ বছর বয়সে পবিত্র কুরআন মুখস্থ করে সমগ্র বিশ্বে সাড়া ফেলেছেন।
সেই মেয়ের নাম মারিয়া আসলাম। লন্ডনের লোটন শহরের ছোট্ট মারিয়া।
মাত্র ৫ বছর বয়সে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য অর্থ অনুদানে সুরা ইয়াসিন কনটেস্টে অংশ গ্রহণ দিয়েই শুরু তার কুরআন মুখস্থের মিশন। প্রতিযোগিতা অংশ নিতে কম সময়েই সুরা ইয়াসিন মুখস্থ করে সে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে তার মা তাকে স্থানীয় একটি প্রতিষ্ঠানে ভর্তি করে দেন। অবশেষে মাত্র ২ বছরে সে কুরআন হিফজ সম্পন্ন করে।
কুরআন হিফজ পরবর্তীতে তার জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তাকে ধন্যবাদ জানানো হয়।
মাত্র ৫ বছর বয়সে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য অর্থ অনুদানে সুরা ইয়াসিন কনটেস্টে অংশ গ্রহণ দিয়েই শুরু তার কুরআন মুখস্থের মিশন। প্রতিযোগিতা অংশ নিতে কম সময়েই সুরা ইয়াসিন মুখস্থ করে সে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে তার মা তাকে স্থানীয় একটি প্রতিষ্ঠানে ভর্তি করে দেন। অবশেষে মাত্র ২ বছরে সে কুরআন হিফজ সম্পন্ন করে।
কুরআন হিফজ পরবর্তীতে তার জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তাকে ধন্যবাদ জানানো হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…… http://ilmfeed.com/7-year-old-girl-from-england-memorises-the-entire-quran/#sthash.mTFV1I9F.dpuf