খাজাঞ্চী একাডেমীতে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৩১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল বুধবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা আলাহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন শাহিনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকে’র সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকে’র ট্রেজারার মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী এডুকেশন ট্রাষ্ট্রের ট্রাষ্টী আলহাজ্ব আব্দুল আজিজ নানু মিয়া, আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুশ শহীদ, প্রবাসী আনোয়ার খান, ফয়জুর রহমান, ইসমাঈল হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমী পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠক সাইদুর রহমান, আপ্তাব আলী, পাবেল আহমদ, বিদ্যালয়ের শিক্ষক মামুন আহমদ, মজলু মিয়া, মতিউর রহমান, হাফিজুর রহমান, আবুল খয়ের, রুহুল আমিন, খায়রুল ইসলাম, রেশমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।