দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের সভা
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৮১৮ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের সভা লন্ডনের বৃক্লেইনস্থ মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ’র পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কার্যকরী সদস্য হানিফ আহমদ খান।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী সদস্য এমরান খান,এসিস্টেন্ট সেক্রেটারি হাসিনুজ্জামান নুরু, ট্রেজারার কদর উদ্দিন, সহকারী ট্রেজারার হাজী জাহির আলী, সাংগঠনিক সম্পাদক দৌলত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান, কার্যকরী সদস্য শেখ মবস্বির আলী নতুন ট্রাস্টি জিয়াউল হক জিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব জামান হোসেন প্রমুখ।
উপস্থিত সদস্যবৃন্দের মতামতের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত সমূহ ১.নতুন ট্রাস্টি হাজী সোনাফর আলী,আনসার হাবিব,শাহ তাজুল ইসলাম ও জিয়াউল হক জিয়া কে ট্রাস্টিত্ব অনুমোদন ২.ইউনিয়নের ২৪টি প্রাইমারী স্কুলের/মাদ্রাসার পঞ্চম শ্রেনীতে অধ্যানরত ছাত্র/ছাত্রীবৃন্দের মধ্যে প্রত্যেক স্কুলের তিনজন কে তিনহাজার টাকা করে এবং ২টি উচ্চ বিদ্যালয় ও ৪টি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীতে অধ্যানরত প্রত্যেক প্রতিষ্টানের ২জন করে ৪ হাজার টাকা করে গরিব ও মেধাবিত্তিক বৃত্তি প্রধান করা হবে.৩.ইউনিয়নের অসহায় ও গরিবদের মধ্যে একটি ফ্রি চক্ষু শিবির আয়োজন করা হবে।