বালাগঞ্জের বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এমপি এহিয়া
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৯০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি::বালাগঞ্জের বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে দিন ব্যাপি অনুষ্টানমালার আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল থেকে স্কুল মাঠে সমবেত ডিসপ্লে, খেলাধুলা, নৃত্য, আবৃতি, হামদ-নাত, গান ও নাটক মঞ্চস্থ করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা উদ্যাপন করলো ব্যতিক্রমী একটি দিন। বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে বিকেলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্টানে বক্তারা বলেন, মননশীলতা ও প্রতিভা বিকাশে ক্রীড়া অনুশিলনের বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে। শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের কথা উল্লেখ করে বক্তারা বলেন, অতিতের তুলনায় বর্তমান সরকারের আমলে শিক্ষার হার বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তাই পাঠ্য বইয়ে সিমাবদ্ধ না থেকে কারিগরী শিক্ষা ও ইংরেজী শিক্ষার মাধ্যমে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষদেরও শ্রেনী কক্ষে মনযোগী হয়ে পাঠদান এবং খেলাধুলা ও সাংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদেরকে উৎসাহিত করারও আহবান জানানো হয়।
দশম শ্রেনীর ছাত্রী শারমীন আক্তার ও নবম শ্রেনীর ছাত্র সালমান আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সিলেট-২ আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জের ইউএনও এটিএম আজহারুল ইসলাম, চেয়ারম্যান এমএ মতিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, প্রধান শিক্ষক রফিকুল আলম, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের প্রবাসী সংগঠন যুক্তরাজ্য ছাত্র কল্যান পরিষদের সহ-সভাপতি আব্দুল হাশেম, স্কুল পরিচালনা কমিটির সদস্য-এম এ মালেক, শাহ্ মো: জুনাব আলী, রফিক আহমদ, সাব্বির আহমদ জায়গীরদার, উপজেলা জাপা’র আহবায়ক মুক্তার মিয়া, সদস্য সচিব হরেশ চন্দ্র দাস, সাবেক সেক্রটারী ও আহবায়ক শেখ মো: ফজলু মিয়া, সহকারী প্রধান শিক্ষক দিলিপ কুমার তালুকদার, শিক্ষক নুর মোহাম্মদ সাইফ উদ্দিন, মনির হোসেন, আব্দুল হাফিজ চৌধুরী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও অবিভাবক বৃন্দ।