বিশ্বনাথে অসুস্থ কলেজ ছাত্রী রুজিনাকে সুইডেন প্রবাসী দম্পতির অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১১১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রেজারার মিছবাহ উদ্দিন বলেছেন, প্রবাসীরা দেশ ও জাতির উন্নয়নে মুক্তিযুদ্ধের সময় থেকে অবদান রেখে আসছেন। প্রবাসীদের কষ্ঠার্জিত অর্থে বিশ্বনাথ তথা দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ উন্নয়নমুখী নানান প্রতিষ্ঠান। সমাজের অভাব-অনটনে থাকা অসুস্থ শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে চিকিৎসা সেবা পান সেজন্য প্রবাসীরা সব সময়ই সহযোগীতায় হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি প্রবাসীদের পাশাপাশি এলাকার বিত্তবানদেরকে এলাকার উন্নয়নসহ মহতি কাজে এগিয়ে আসার আহবান করেন।
তিনি মঙ্গলবার রাত ৮টায় সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সুইডেন প্রবাসী আলী রাজা চৌধুরী দম্পত্তি’র পক্ষ থেকে ও বিশ্বনাথ প্রেসক্লাব’র ব্যবস্থাপনায় চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপুর সভাপতিত্বে ও বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খান, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার খান, ফয়জুর রহমান, ছুরত আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব।
অনুষ্ঠানে বিশ্বনাথ ডিগ্রি কলেজের অসুস্থ ছাত্রী রোজিনা বেগম’কে প্রবাসী আলী রাজা চৌধুরী দম্পত্তি’র নগদ ২০ হাজার টাকা ও প্রবাসী আনোয়ার খান, ফয়জুর রহমান, ছুরত আলী’র পক্ষ থেকে আরোও ৩ হাজার টাকা প্রদান করা হয়।