বিশ্বনাথে টাওয়ার হ্যামলেটসের স্পীকার ও কাউন্সিলরের নাগরিক সংবর্ধনা বুধবার
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৩১ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৪৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশে সফররত ব্রিটেনের লন্ডন বরা অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলরের মাননীয় স্পীকার সিলেটের কৃতিসন্তান আব্দুল মুকিত চুনু ও একই কাউন্সিলের পরিবহন ও পরিবেশ বিষয়ক কেবিনেটের সদস্য বিশ্বনাথের কৃতিসন্তান কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়ার সম্মানে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে আগামীকাল ১৭ ই ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ ঘঠিকায় এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। এতে বিশ্বনাথের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন । এতে সর্বস্তরের বিশ্বনাথবাসীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক কাজী মোঃ জামাল উদ্দিন অনুরোধ জানিয়েছেন ।