বিশ্বনাথে ফুলকুঁডি ক্রিকেট ক্লাবের জার্সির উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী বলেছেন, জার্সিই একটি দল ও দেশের পরিচয় বহন করে। খেলায় অংশ নিতে জার্সির বিকল্প নেই। জার্সি ছাড়া কোন খেলায় অংশ নেয়া যায়না। বিশ্বের বিভিন্ন দেশের নামি-দামী ক্লাবগুলোর জার্সিই প্রমাণ দেয় তাদের পরিচয়। গতকাল শনিবার বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে লানিং পয়েন্ট আয়োজিত ২০১৬ সালের ক্রিকেট মৌসুমের ফুলকুঁড়ি ক্লাব’র জার্সির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লানিং পয়েন্ট এর পরিচালক প্রভাষক মঈনউদ্দিনের সভাপতিত্বে ও ক্রীড়ানুরাগী দিলোয়ার হোসেন শিপলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, মাসিক ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লানিং পয়েন্ট গোয়ালাবাজার শাখার ইন-চার্জ আব্দুস শহিদ, যুক্তরাজ্য প্রবাসী ইসহাক আহমদ, সুহেল আহমদ, এমরান আহমদ, শামীম আহমদ, আমিনুল ইসলাম মামুন, ক্রীড়ানুরাগী তহশিল খান, কারিকোনা গ্রামের মুরব্বী বাবুল হোসেন, ইসলামউদ্দিন, আশিক আলী, নূরুল হক, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদউদ্দিন, ক্রীড়া সংগঠক রাসেল আহমদ শাওন, রুবেল আহমদ, আব্দুল হালিম অপু, ফখরউদ্দিন, নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, আবুল কাশেম প্রমুখ।