বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ২:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৮১৯ বার পঠিত

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিনের পরিচালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইয়াছিন আরাফাত, সন্ধানী মেডিকেল হলের পরিচালক আবু সালেহ মুহাম্মদ নাসের, এলাকার মুরব্বি আলহাজ্ব মখদ্দুছ আলী সরকার, নূর মিয়া, দ্বিপবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- দলিল লেখক ফারুক মিয়া, সংগঠক সায়েস্তা মিয়া, ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিভ আব্দুল কাদির, এনামুল হক, রিপন সজল, কুতুবুল আলম মনি, শাহাবুদ্দিন, ইউনুস আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক এলাকার গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।