বিশ্বনাথ প্রেসক্লাবে বিদায়ী ইউএনও আসাদুল হক সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৭ বার পঠিত

সংবর্ধিত অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, আমার মেয়াদকালীন সময়ে কর্মক্ষেত্রে বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা সহকর্মী এবং বন্ধুর মতো আন্তরিক সহযোগীতা করে কৃতজ্ঞতার পাশে আমাকে আবদ্ধ করেছেন।
তিনি আরো বলেন, নির্বিগ্নে এবং শান্তিপূর্ণভাবে প্রশাসন চালাতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। বিদায় বেলায় স্থানীয় সাংবাদিকরা বিশ্বনাথ প্রেসক্লাবের ইতিহাসে এই প্রথম হৃদয় নিংড়ানো ভালবাসা জানালেন তাতে আমি সত্যিই গর্বিত। যেখানেই যাই না কেন বিশ্বনাথবাসীর কথা আমার সৃত্মির মনি কোটায় অনেক দিনবিরাজ করবে।
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্বনাথ মাসিক ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সাপ্তহিক আলোজিত বিশ্বনাথ;র সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকমের সম্পাদক রহমান মিলাদ, প্রেসক্লাব কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকমের সম্পাদক মোহাম্মদ আলী শিপন, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যবসায়ী সৈয়দ বদরুল আলম।
সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, বিশ্বনাথে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় প্রাশাসনকে গতিশীল ও শান্তি শৃংখলা বজায় রাখতে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার অবদান এলাকাবাসী অনেক দিন মনে রাখবে।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, আবুল কাশেম, ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, আবুল কাশেম, ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।