বিশ্বনাথে নাজিরবাজারে কাবাডি টুর্নামেন্টের বর্ণ্যাঢ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৬ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম বলেছেন, কর্মকর্তাদের ব্যর্থতার কারণে জাতীয় খেলা কাবাডিসহ অন্যান্য খেলা বিলীন হয়ে গেছে। এসব খেলা আমরা দায়িত্ব পাওয়ার পর ফিরিয়ে আনার চেষ্ঠা করছি। আমরা আসার পর থেকে হারিয়ে যাওয়া খেলার ঐতিহ্য আবার ফিরে এসেছে। সিলেটে হারিয়ে যাওয়া খেলাগুলো ফিরিয়ে আনার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, বিশ্বনাথের তরুণ উদিয়মান ধারাভাষ্যকারের যে দাবি করা হয়েছে সেই দাবি পুরণ করে আনোয়ার হোসেনকে জেলা ধারাভষ্যকার এসোসিয়েশনের সদস্য অন্তভুক্তি করা হবে। তিনি নাজিরবাজার টুর্নামেন্টে পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবেন বলে পরিচালনা কমিটিকে আশ্বস্থ করেন। এসময় মাহিউদ্দিন সেলিম অসুস্থ স্কুল ছাত্রী রাশিদা বেগমের চিকিৎসার জন্য নগদ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন। শুক্রবার বিশ্বনাথের নাজিরবাজারে সৌখিন কাবাডি দল আয়োজিত মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নক-আউট কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শেখ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কাবাডি দলের সভাপতি বিজিত চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিক জিতু মিয়া, সিতাব আলী, ক্রীড়ানুরাগী, সমাজসেবক আব্দুল গফ্ফার উমরা মিয়া, মিজানুর রহমান সেলিম, আব্দুল জলিল হিরণ মেম্বার, মনির মিয়া, শেখ জাকারিয়া দুলাল, আতাউর রহমান আতা, মাসুক মিয়া, আব্দুস সামাদ রাহেদ, আব্দুল মতলিব, ফয়জুর রহমান, রফিক মিয়া, জাহাঙ্গীর হোসেন, ডাক্তার আছাবউদ্দিন আছকির, জামাল আহমদ, শহিদুল ইসলাম সেলিম, ফজলুর রহমান, রিপন আহমদ, আবুল কালাম রুনু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির ফয়েজ মিয়া, ফয়জুর রহমান, মহসিন আহমদ, আশরাফ আলী, সামুল মিয়া, খলিল মিয়া, তারেক মিয়া জনি, তারেক আজিজ, আবু সাঈদ, রুমন মিয়া, আশিক আলী, কোকন আহমদ খোকা, আব্দুল মালিক, শাহ নূরুল হাসান জসি, আব্দুল কাইয়ুম, নেছার আলী, নেবুল মিয়া, আব্দুল কাদির, মুহিবুর রহমান, সাহেদ মিয়া, দেলোয়ার হোসেন, মহসিন মিয়া, এম. আহমেদ আমিম, মনির আহমদ, নিরুপ মিয়া, কামরান আহমদ রনি, অপু মিয়া, আজমল হোসাইন, দুদু মিয়া, সুমন মিয়া প্রমুখ।
উদ্বোধনী খেলায় বালাগঞ্জ উপজেলা কাবাডি দল ৫০-১৬ পয়েন্টে জাপা গণকল্যাণ যুব সংঘ দক্ষিণ সুরমাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার জায়গা করে নিয়েছে।