ওসমানীনগরের আ‘লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় অব্যাহত
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৬ ইং, ৫:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১১১১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওসমানীনগরের উছমানপুর ইউনিয়ন আ‘লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল আজাদ ফারুকের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় ও সুধি সমাবেশ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত এক মাস যাবৎ এলাকার সর্বস্থরের জন সাধারন, মসজিদের ইমামগন, পরিবহন শ্রমিক, কর্মরত সাংবাদিক, সাহিত্যিক-সাংস্কৃতিকি ব্যক্তি, ক্রীড়ানুরাগী, মানবাধিকার সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে পৃথক ভাবে মতবিনিময় করে যাচ্ছেন।
গতকাল বুধবার বিকালে তিনি নিজ বাড়ীতে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে প্রার্থীতা ঘোষনা করেন। মতবিনিময়কালে ফারুক উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি দলীয় ভাবে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদি।
প্রসঙ্গত: ময়নুল আজাদ ফারুক ২০০২ সাল থেকে ওসমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদেক দায়িত্ব পালন করছেন। ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ‘হাউনিয়া-ছনিয়া হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’এর পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত থাকার সুবাধে স্বীকৃতি স্বরুপ ২০০৯ সালে সিলেট বিভাগীয় শ্রেষ্ট বিদ্যুৎসাহী ও সমাজ কর্মীর সম্মাননা পদক লাভ করেন।