কবি হাবিব ফয়েজিকে সিলেট সাহিত্য ফোরামের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৬ ইং, ৪:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১৭৭৮ বার পঠিত
শুধু মানুষ নয়, মানবতার উজ্জল দৃষ্টান্ত সমাজের কবি সাহিত্যিকগন। কবিরা পরিশোধিত মানুষ ও মনবতার কল্যাণ সাধনে তারা কাজ করেন। তাদের নিরলস প্রচেষ্টায় বিভ্রান্ত কাটিয়ে একটি সমাজ, সভ্যতা উন্নতি লাভ করে। গতকাল বিশ্বনাথের লামাকাজীস্থ আল-নূর কমিউনিটি সেন্টারে ‘সিলেট সাহিত্য ফোরাম’র আয়োজনে মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও কবি হাবিব ফয়েজিকে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাহেদা আখতার এই কথাগুলো বলেন।
ফোরামের প্রতিষ্টাতা ও সভাপতি মোহাম্মদ সায়েস্তা মিয়ার সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন সংবর্ধীত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী কবি হাবিব ফয়েজি, প্রধান আলোচক রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ কামাল বাজার এর বাংলা বিভাগের প্রধান-কবি খালেদ উদ-দীন, বিশেষ অতিথি লামাকাজী রাগীব রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ কে এম ছিফত আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও জেএনএন বিডি ডট কমের উপদেষ্টা সম্পাদক প্রাবন্ধিক মিজানুর রহমান মিজান, কবি এনামুল হক মামুন, বিশ্বনাথ নাগরিক কমিটির সভাপতি শাহীনুল ইসলাম শাহীন।
সিলেট সাহিত্য ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিফজুর রহমানের পরিচালনায় অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী হোসাইন মোঃ মানিক। স্বাগত বক্তব্য রাখেন তরুন কবি এসপি সেবু।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ফোরামের সহ-সাধারন সম্পাদক লায়েক আহমদ মাছুম, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন রবি, সাহিত্য সম্পাদক জয়নাল আবেদী জয়, ধর্ম সম্পাদক হুমায়ুন কবির মায়ন নির্বাহী সদস্য রুম্মান আহমদ। সদস্য-ছড়াকার এম আব্দুল মান্নান, গীতি কবি শাহীনা জালালী, সৈয়দ এম ফরিদ আহমদ, মোছাঃ সুজিনা বেগম, মারজানা বেগম, নুরুল আমিন, আব্দুশ শহীদ। স্থানীয় বিশিষ্ট মুরব্বি হাফিজুর রহমান, ফখরুল ইসলাম, মোঃ কিবরিয়া, আব্দুল খালেক, তোফায়েল আহমদ, খালিক মিয়া, পাপলু আহমদ, ইমরান আহমদ, মুজাহীদ আহমদ, জুনেদ আহমদ, অজিত দেব প্রমুখ। -বিজ্ঞপ্তি