বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি,তবে পুলিশ বলছে চুরি
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৬ ইং, ৫:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৫ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জ উপজেলার পুর্ব পৈলনপুর ইউনিয়নের পৈলনপুর গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ শিহাব উদ্দিন বাদি হয়ে গতকাল বুধবার রাতে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রকাশ-রাতের খাবার ও প্রয়োজনীয় কাজ সেরে প্রতি দিনের মত মঙ্গলবার রাতে শিহাব উদ্দিন সহ বাড়ীর সবাই ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় সংঘবন্ধ ডাকাত দল শিহাব উদ্দিনের পাশ্ববর্তী ঘরের কলাসিবল গেইটের তালা কেটে ঘরের দরজা ও আলমারির ড্রয়ার ভেঙ্গে আলমারিতে রক্ষিত ১০ভরি স্বর্নসহ প্রায় ৭লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভোর চারটার দিকে শিহাব উদ্দিনের ঘুম ভাঙ্গলে এ দৃশ্য দেখে তিনি হতভম্ব হয়ে যান। তবে এলাকাবাসী ঘটনাটিকে ডাকাতি বললেও এজাহারে চুরি উল্লেখ করা হয়েছে।
শিহাব উদ্দিন জানান, আমাদের শুবার ঘর থেকে খানিকটা দুরে অবস্থিত দুই কক্ষ বিশিষ্ট ঘরটিতে ডাকাতি হয়েছে। বাড়ীতে তেমন লোকজনও নেই, আর রাতে ফ্যান চালিয়ে ঘুমানার কারনে কোন কিছুই টের পাইনি।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তবে ডাকাতি না চুরি বিষয়টি তদন্ত করা হচ্ছে।