বিশ্বনাথে নতুনকুঁড়ি এফসি দিবারাত্রী মিনি ফুটবল টুনামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৬ ইং, ৭:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১২২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলার মিরেরচর-১ গ্রামের (মাঝের হাটি) দক্ষিণের মাঠে ‘৬ষ্ঠ নতুনকুঁড়ি এফসি দিবারাত্রী মিনি ফুটবল টুর্নামেন্ট বুধবার রাতে সম্পন্ন হয়েছে। নতুনকুঁড়ি এফসি ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে শাহিন একাদ্বশ (কারিকোনা) ৩-১ গোলের ব্যবধানে লালন একাদ্বশ (জানাইয়া)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মকদ্দছ আলী।
সংগঠক সুজেল মিয়ার সভাপতিত্বে এবং হাসান আহমদ ও সফিকুর রহমান’র যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ক্রীড়া সংস্থার সদস্য আলতাব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রফিক মিয়া। উদ্বোধনী খেলায় নতুনকুঁড়ি একাদ্বশ (মিরেরচর) ট্রাইবেকারে ২-১ গোলের ব্যবধানে সামাদুল একাদ্বশ (জগদ্বিশপুর)’কে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরেরচর গ্রামের মুরব্বী ইন্তাজ আলী, ইউসুফ আলী, আবদুল মনাফ, আবুল কালাম, মানিক মিয়া, ক্রীড়া সংগঠক আবদুল আহাদ, মনির আলী। এসময় ক্লাবের কামরান আহমদ, সায়েদুল আহমদ, আলী আহমদ, মোঃ কামরুজ্জামান, নাবিল আহমদ, ফাহাদ আহমদ, সুহেল আহমদ, হাবিব মিয়া, সিরাজ মিয়া, রাজু আহমদ, সাজু আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।