বিশ্বনাথে ১ম কদর উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল ২২ মার্চ
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৬ ইং, ৪:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে দৌলতপুর গ্রামে প্রতিভা ক্রিকেট ক্লাব আয়োজিত ১ম কদর উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২২মার্চ মঙ্গলবার দুপুরে স্থানীয় দৌলতপুর পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী, যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা শামসু মিয়া, সমাজসেবক নজির মিয়া, হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকমের সম্পাদক মোহাম্মদ আলী শিপন, তরুণ সমাজসেবক মতিউর রহমান সুমন, শিক্ষানুরাগী আলমগীর হোসেন, জিয়াউল হক। এতে ক্রীড়াপ্রেমীদের ফাইনাল খেলা উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি রুহেল আহমদ কালু।