বৃহস্পতিবার নাজিরবাজার কাবাডি টুর্নামেন্টে আসছেন কৌতুক অভিনেতা কটাই
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৬ ইং, ৬:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১৩৪২ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথে সৌখিন কাবাডি খেলোয়াড়বৃন্দের আয়োজনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নক-আউট কাবাডি টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৬ষ্ট খেলা নাজিরবাজারের পশ্চিমের ঈদগাহ সংলগ্ন মাঠে বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। খেলায় টেংরা যুব সংঘ কাবাডি দল উইনার স্পোটিং ক্লাব ফেঞ্জুগঞ্জ পরস্পরের মোকাবেলা করবে। খেলায় প্রধান অতিখি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রেজারার, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ওয়াছে আলতাফী। প্রধান আকর্ষক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ঠ কৌতুক অভিনেতা সাহেদ মোশারফ উরফে কঠাই। উক্ত খেলা উপভোগ করার জন্য টুর্নামেন্ট কমিটির সভাপতি শেখ শাহজাহান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (ধারাভাষ্যকার) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।