সিলেটে যে সব ইউপিতে তৃতীয় ধাপে নির্বাচন হবে
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৬ ইং, ১১:১৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩২৭ বার পঠিত
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এই ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ, যাচাই বাছাই ২৯, ৩০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ এপ্রিল এবং ভোট গ্রহণ ২৩ এপ্রিল।
আগামী ২৩ এপ্রিল যেসব ইউপিতে ভোট হবে তা নিচে দেয়া হলো।
সিলেট জেলা
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট, জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর, চিকনাগুল, কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব, লক্ষীপ্রসাদ পশ্চিম, দিঘীরপাড় পূর্ব, সাতবাগ, বড়চতুল, কানাইঘাট, দক্ষিণ বানীগ্রাম, ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ।
মৌলভীবাজার
জেলার কুলাউড়া উপজেলার বরমচাল, ভূকশিমাইল, ব্রাক্ষণবাজার, জয়চন্ডি, কাদিরপুর, কুলাউড়া ও রাউগাঁও।
সুনামগঞ্জ
জেলার দোয়ারাবাজার উপজেলার দক্ষিণদোয়ারা বাজার, বোগলাবাজার, দোহালিয়া, লক্ষীপুর, মান্নারগাঁও, পান্ডারগাঁও, বাংলাবাজার, নরসিংহপুর, সুরমা, সুনামগঞ্জ সদরের গৌরারং, কাঠাইর, লক্ষণশ্রী, মোহনপুর, মোল্লাপাড়া, রংগারচর, সুরমা, জাহাঙ্গীরনগর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস, শিমুলবাক, পশ্চিম বীরগাঁও, পশ্চিমপাগলা, দরগাপাশা, পাকারিয়া, পূর্ব বীরগাঁও ও পূর্ব পাগলা।
হবিগঞ্জ
জেলার বানিয়াচং উপজেলার বানিয়াচং (উ:প:), মক্রমপুর, মন্দরী, মুরাদপুর, পৈলারকান্দি, পুকড়া, সুজাতপুর, সুবিদপুর, বানিয়াচং (উ:পূ:), ৩নং বানিয়াচং, বড়ইউড়ি, দৌলতপুর, কাগাপাশা ও খাগাউড়া।