নিজস্ব সংবাদদাতা :: সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মাতৃভাষা কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য একমাত্র বাঙ্গালী জাতিকেই বুকের তাজা রক্ত দিতে হয়েছে। যা বিশ্বের আর কোন জাতিকে দিতে হয়নি। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই স্বাধীন হয়েছিল এই দেশ। তাই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাঙ্গালীদের অন্তরে বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। তিনি আরো বলেন, খেলাধুলা মানুষকে অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ বির্নিমানের পথ দেখায়। তাই শিক্ষার্থীদেরকে সু-শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলাও করতে হবে। আর খেলাধুলার পৃষ্ঠপোষকতায় বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে।
তিনি শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজে বার্ষিক ক্রিড়া প্রাতিযোগীতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুক্তরাজ্য প্রবাসী মাহবুব মিয়ার অর্থায়নে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, বিশিষ্ট শিক্ষনুরাগী মাহবুব মিয়া, কামাল বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম মনোহর আলী, প্রবাসী নূরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলমগীর, বর্তমান সহ-সভাপতি সুহেল আহমদ মুন্না। কলেজের প্রভাষক দেলওয়ার হোসেন’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজের ছাত্র মাছুম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশীদ, শিক্ষার্থী আব্দুল কাদির মিলন।

এসময় উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা আলকাছ আলী, এলাকার মুরব্বি চান মিয়া, আব্দুন নুর ভ্রমর, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, সিলেট মহানগর যুবলীগের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া, সিলেট জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, কলেজের দাতা সদস্য আব্দুল মুকিদ সুমন, পরিচালনা কমিটির সদস্য ইলিয়াস মিয়া, তারুজ আলী, সাবেক সদস্য জিতু মিয়া, কলেজের প্রভাষক আব্দুর রশীদ, ইলিয়াছুর রহমান, আফিয়া বেগম, আব্দুল মুমিন, সালমা আক্তার, খয়ের আহমদ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, ছাত্রলীগ নেতা আরব শাহ, এনামুল হক বিজয় প্রমুখ।