ওসমানীনগরে কয়েছ হত্যাকারীদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৬ ইং, ৫:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে এসএসসি পরীক্ষার্থী চাঞ্চল্যকর কয়েছ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার বুরুঙ্গা সড়কের মুখ সিলেট-ঢাকা মহাসড়কের ওপর এ মানববন্ধন পালিত হয়।
হত্যাকান্ডের ১৩ দিন অতিবাহিত হলেও ঘটনার সঙ্গে জড়িত খুনিদের গ্রেফতার না করায় ও মানববন্ধন চলাকালে পুলিশ প্রশাসনের কেউ উপস্থিত না থাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী দুপুর পৌনে একটা থেকে সোয়া একটা পর্যন্ত প্রায় আধা ঘন্টাব্যাপী সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা খুনের সঙ্গে জড়িত মতিউর রহমান মতি ও তার ভাই ছোনসহ মামলার আসামিদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অবরোধকালে মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়লে চরম দূর্ভোগ পোহাতে হয় দুরপাল্লার যাত্রীসহ পরিবহনের সাথে সংশ্লিষ্টদের। অবরোধকালে ওসমানীনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসআই মুহিবুর রহমান অবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এর পূর্বে গত ৫মার্চ বিক্ষোভ কর্মসূচী করে আসামী গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারী পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে বুরুঙ্গা ইউপির পিয়ারাপুর গ্রামের মৃত লালা মিয়ার ছেলে ও ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কয়েছকে সহপাঠী একই গ্রামের দুধু মিয়ার ছেলে মতিউর রহমান ওরফে মতি ও তার বড় ভাই ছোটন মিলে উপর্যূপরি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এঘটনায় কয়েছের মা তৈরুননেছা বাদি হয়ে ৭জনের নাম উল্লেখসহ ১৫জনকে আসামি করে মামলা দায়ের করেন।