ওসমানীনগরে মেম্বার পদপ্রার্থীর বিলবোর্ড চুরির অভিযোগে থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৬ ইং, ৮:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১২৪১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওসমানীনগরের মেম্বার পদপ্রার্থী থানায় সাধারণ ডায়েরী করেছেন। শনিবার বিকালে উপজেলার মোল্লাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ও উমরপুর ইউনিয়নের ৫ নং ওর্য়াডের মেম্বার প্রার্থী আব্দুর রহিম নিজের নির্বাচনী বিলবোর্ড চুরি হয়ে যাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরী করেন তিনি। ডায়েরী নং ২০৮।
জানা যায়, উপজেলার উমরপুর বাজারে মেম্বার প্রাথী আব্দুর রহিমের নির্বাচনী একটি বড় বিলবোর্ড ছিল গত ৪/৫ দিন পূর্বে অজ্ঞাতনামা কে বা কাহারা উক্ত বিলবোর্ডটি চুরি করে নিয়ে গেছে। এছাড়াও সম্প্রতি বেশ কিছুদিন যাবত কে বা কাহারা ভূয়া ফেইসবুক আইডি ব্যবহার করে আব্দুর রহিমের নামে নানা রখম কুরুচিপূর্ণ মন্তব্য করে তাকে নির্বাচনী কাজে নানা রখম বাঁধার সৃষ্টি করে যাচ্ছে। ফলে এসবের প্রতিকার চেয়ে শনিবার তিনি থানায় সাধারণ ডায়েরী করেন।
এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করে বলেন তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।