গ্রেটার বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ওয়েস্ট মিডল্যান্ড ইউকের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৬ ইং, ১২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১২৩৩ বার পঠিত
গত ৮ই মার্চ মঙ্গল বার বার্মিংহামের রয়াল শুই স্যুট হলে গ্রেটার বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ওয়েস্ট মিডল্যান্ড ইউ,কের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বিশ্বনাথ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের আহ্বায়াক জনাব আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়াক জনাব এম গুলজার আহমেদ ফায়সাল । পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয় এবং তেলাওয়াত করেন আব্দুল হামিদ ।
সভায় বক্তব রাকেন হরমুজ আলী,আনা মিয়া,আব্দুল গফুর,খলিলুর রহমান, মুজিবুর রহমান চৌধরী,কয়্সর আলীশাহীন,আসিক আলী, রাসেল আহমদ, রফিকুল ইসলাম বাবুল,আতাউর রহমান প্রমুখ।
সভায় সংবিধান সবার সামনে পাঠ করেন সলিসিটার সাম উদ্দিন, সংগঠনের বিগত দিনের কার্জ্কমের উপর বক্তব্য রাখেন সাবেক সভাপতি জুবের আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সোরাব আলী, সংবিধান অনুমোদন করেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ জুবের আহমদ, সাবেক সাদারণ সম্পাদক এম সুরাব আলী,হিরন মিয়া মাকন, আব্দুল মতিন, এম হরমুজ আলী,আনা মিয়া, আহমদ আলী, এম গুলজার আহমদ ফায়সাল, খলিলুর রহমান, সভায় বিপুল সংখ্যক ট্রাস্টি সংগ্রহ করা হয়/ সবার মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়, সভাপতি আহমদ আলী,সহ সভাপতি মোহাম্মেদ হরমুজ আলী, সহ সভাপতি মুজিবুর রহমান চৌধরী, সাধারন সম্পাদক এম গুলজার আহমদ ফায়সাল, সহ সাধারন সম্পাদক আব্দুল হামিদ, ট্রেজারার এম খলিলুর রহমান,সহ ট্রেজারার কয়্সর আলী শাহীন, সংগঠনিক সম্পাদক আবুল কয়ের, প্রেস সম্পাদক রাসেল আহমদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আসিক আলী, সদস্য এম বুরহান উদ্দিন, অলিউর রহমান। বিজ্ঞপ্তি