ছহিফাগঞ্জ মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৬ ইং, ৮:০১ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৬ বার পঠিত

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রেজারার মিছবাহ উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহ-সাধারন সম্পাদক আক্রম আলী আফরুজ, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, ট্রাস্টের কো-অডিনেটর নিশিকান্ত পাল। অনুষ্ঠানের শুরুতে কোরআর তেলাওয়াত করেন মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র সাইফুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি আজিজুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, সংগঠক দিলওয়ার হোসেন দলা, তাজুল ইসলাম, জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।