জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র নেতৃবৃন্দ সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৬ ইং, ২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৭ বার পঠিত

জগন্নাথপুরসহ বৃহত্তর সিলেটের প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করবেন আগত নেতৃবৃন্দ। জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদসহ নেতৃবৃন্দের আগমন ও কর্মে বঞ্চিত শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র কোষাধ্যক্ষ হাসনাত আহমদ চুনু, নুরুল হক লাল মিয়া, ফজলুর রহমান আকিক, মুজিবুর রহমান মুজিব, মোতাহার হোসেন তারা মিয়া, মুবারক আলী ফারুক মিয়া, শহি শিপন কোরেশী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, কবিরুল ইসলাম কবির, রহমান চৌধুরী, সরওয়ার কবির প্রমুখ।