জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ইউকে প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের সভা
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৬ ইং, ৯:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১৩৩৭ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: সিলেট জেলার দক্ষিণ সুরমাস্থ লালাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী জাফরাবাদা হাই স্কুল ও কলেজের যুক্তরাজ্যে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সফলের লক্ষ্যে স্ট্রিয়ারি কমিটির সভা গত ১৪ মার্চ সোমবার পূর্ব লন্ডনে ব্রিকলেইনস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। প্রাক্তন ছাত্র তহুর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভার কার্যক্রম শুরু হয় সাহেদুর রহমানের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে।
এতে বিভিন্ন বিষয় আলোচনায় অংশনেন মকসুদ রহমান, মো: আব্দুস শহিদ, এম এ আলী, ইকবাল আহমদ, মো: দৌলত হুসেন, মিসবাহুল বারী, নাসির উদ্দিন খান (সেবুল), ইলিয়াস আলী মফজ্জুল আলী, আশরাফুল হক খান রোমান, সাহেদুর রহমান, অবায়দুর রহমান জুহেদ।
সভায় আগামী অক্টোবর মাসের ছুটি কালিন সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার লন্ডনে পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত হয়। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে মো: এনামুল হক ০৭৮৯১০৬১৪১১ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।