দয়ামীরস্থ ছদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান ও সনদ বিতরন
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৬ ইং, ৭:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
শামীম আহমদ,বালাগঞ্জ:: ওসমানীনগর উপজেলার দয়ামীরস্থ ছদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী মেমোরিয়েল ট্রাস্ট ও রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর যৌথ উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট বিভাগের স্থানীয় সরকার পরিচালক মতিউর রহমান বলেছেন, আজকের ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। মেধা ও মননের লালনের মাধ্যমে ছাত্রদেরকে জীবনের লক্ষ্য স্থির করে কঠোর অধ্যাবসায় ও পরিশ্রমের মধ্য দিয়ে উন্নতির শিখরে আরোহন করে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র-ছাত্রীকে তথ্য-প্রযুক্তির জ্ঞানার্জনের পাশাপাশি আদর্শ নৈতিকতা অর্জন করে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রশংসনীয় স্থানে নিয়ে যেতে আমাদের সকলকে এখনই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
ওসমানী মেমোরিয়েল ট্রাস্টের ট্রাস্টি, ছদরুন্নেছা হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানীর সভাপতিত্বে এবং শিক্ষিকা কামরুন্নাহার ও শিক্ষক আব্দুল মুকিতের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে তুলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক সমস্যা সমাধানে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও দানবীর ব্যক্তিবর্গের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত উন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওসমানীনগরে ওসমানী পরিবারের আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভূঁয়শী প্রশংসা করেন প্রধান অতিথি। তিনি রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর প্রেসিডেন্টসহ সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বিশ্বব্যাপী রোটারি আন্দোলনের বিভিন্ন এভিনিউর প্রশংসা করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সেবামূলক রোটারি আন্দোলন ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা-চিকিৎসার উন্নয়নে অনুকরণীয় ভূমিকা পালন করে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন-ছদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি আনোয়ার মজিদ চৌধুরী, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আজিজুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি এম নূরুল হক সোহেল, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আবু সুফিয়ান, সেক্রেটারি ইলেক্ট ও বাদেপাশা ইউপি চেয়ারম্যান রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, ক্লাব ডাইরেক্টর রোটারিয়ান সুহাদ রব চৌধুরী, ক্লাব ডাইরেক্টর রোটারিয়ান সাইফুর রহমান, ক্লাব সার্জেন্ট ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, ক্লাব মেম্বার এডভোকেট রোটারিয়ান আজিম উদ্দিন, ক্লাব মেম্বার রোটারিয়ান ইখতিয়ার আহমেদ চৌধুরী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনাব কাজী সাদ উদ্দিন, ফারুক মিয়া, আবুল কালাম আজাদ, মকবুল আলী, মিসবাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবীর এমএজি ওসমানী মেমোরিয়েল ট্রাস্ট এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর পক্ষ থেকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।