প্রেসক্লাবকে কম্পিউটার সামগ্রী দিলেন ওসি
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৬ ইং, ৯:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৬২ বার পঠিত

কম্পিউটার হস্তান্তর শেষে মো. মাহবুবুর রহমান বলেন, পুলিশ ও সাংবাদিক কর্মক্ষেত্রে একে উপরের সহায়ক। উভয় প্রতিষ্ঠানের কাজকর্ম জনকল্যাণে ও জনসেবায় নিয়োজিত।
প্রেসক্লাবের পক্ষ থেকে কম্পিউটার সামগ্রী প্রদানের জন্য শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এসময় শ্রীমঙ্গল থানার এসআই সৈয়দ মাহবুবুর রহমান, এএসআই শাহেদা আক্তার উপস্থিত ছিলেন।