বালাগঞ্জে দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৬ ইং, ৭:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৬২৯ বার পঠিত

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুনেদ মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক সঞ্জয় দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ ইউএনও এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা টিও মোঃ কামরুজ্জান, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, এটিও রতন সরকার, শিক্ষক সবিতা রানী দে, শিক্ষক লাল মোহন দাস নান্টু, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালেয়র প্রধান শিক্ষক আব্দুল মোমিত। শুরুতে কোরআন তেলাওয়াত করে ছাত্র মোস্তাফিজুর রহমান, গীতা পাঠ করে ছাত্রী চন্দ্রিমা চক্রবর্ত্তী। মানপত্র পাঠ করে ছাত্র বাদল দত্ত। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন।