বিশ্বনাথে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বাবুল আখতার
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৬ ইং, ৭:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১৫১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, খেলাধুলার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে। সরকার খেলাধুলার উন্নয়নে আন্তরিক। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই কেবল মাত্র খেলাধুলার ব্যাপক উন্নতি হয়। এরই ধারাবাহিকতায় ক্রিকেট খেলার মতো বাংলাদেশ একদিন ফুটবল খেলায়ও ব্যাপক উন্নতি করবে।
তিনি আরোও বলেন, খেলাধুলা সমাজ থেকে অপরাধমূলক কর্মকান্ড দূর করে। শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের সাথে মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করে।
তিনি শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী পয়েন্ট সংলগ্ন উত্তরের মাঠে ‘ভাই ভাই স্পোটিং ক্লাব-মির্জারগাঁও’ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। প্রায় ১৪ বছর পূর্ব থেকে চলমান টুর্নামেন্টের এবছরের উদ্বোধনী খেলায় ভাই ভাই স্পোটিং ক্লাব-মির্জারগাঁও ৩-০ গোলের ব্যবধানে নিরব ভাই ভাই স্পোটিং ক্লাব-আমতৈলকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে।
উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল খয়ের লালা মিয়ার সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউপির চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা জাতীয় পার্টি (জাপা)’র যুগ্ম সম্পাদক এ কে এম দুলাল, প্রবাসী আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী নূরুল হক, লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, জেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল হক জাহেদ, সহ-সম্পাদক আকমল হোসেন, সদস্য কাওছার আহমদ, কামাল হোসেন, লামাকাজী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর লিকন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী, সেচ্ছাসবক লীগ নেতা আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, রায়হান আহমদ, ওবাইদুল হক, রুবেল আহমদ, কাওছার আহমদ, সফিক মিয়া, হুসাইন আহমদ, তাজ উদ্দিন, জুনেদ আহমদ।