বিশ্বনাথ সোসিয়াল ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৬ ইং, ১০:৫৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১২২১ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: বিশ্বনাথ সোসিয়াল ডেভলাপমেনট ট্রাস্ট ইউকের উদ্যোগে ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া এবং ট্রাস্টি সোহেল আহমদ এর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ গমন উপলক্ষে সোমবার পূবর্লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সভাপতি মাহফুজুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম খালেদ এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির ভাই বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল মোঃ আব্দুল হক নূরু।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান,রাজনীতিবিদ ট্রাস্টি সারব আলী, রাজনীতিবিদ ট্রাস্টি সামসাদুর রহমান রাহীন, একাউন্টেট রেদওয়ান আহমদ সোহেল, সহ সভাপতি মোজাহিদুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জালালাবাদ প্রবাসী কল্যাণ ইউকের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আনসার,সমাজসেবা সম্পাদক সহিল ইসলাম, ট্রাস্টি মুজিবুর রহমান রাসেল,ফরিদ উদ্দিন,ফখরুল ইসলাম,সাইফুল ইসলাম প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডনের বিশিষ্ট সংজ্ঞিত শিল্পী হাসি রানী,মমতা,বাপিতা,শিবলুওরিংকু গান পরিবেশন করেন।