
বিশ্বনাথে এলিভেন স্টার এর
উদ্যোগে চতুর্থ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ আগামী ৮ই মার্চ মঙ্গল
বার বৈরাগী বাজার গ্রামীন ফোন টাওয়ার সংলগ্ন দক্ষিনের
মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছেএকটি নতুন ফ্রিজ, দাতা: আজিজুর রহমান, চেয়ারম্যান পদপ্রর্থী, ৪নং রামপাশা ইউপি
। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছেএকটি নতুন ২১” টেলিভিশন, দাতা: ফিরুজ আলী, যুগ্ম-আহবায়ক বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি ও সম্ভাব্য মেম্বার পদপ্রর্থী, ৪নং ওয়ার্ড রামপাশা ইউপি
। তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি বড় ট্রপি, দাতা: কমিটি
। আগ্রহী দলকে খালেদ
আহমদ, দিলোয়ার হোসেন, বাবুল মিয়া
মোবাইল নং ০১৭৬৫
–০৪৯৩০১
অথবা ০১৭১৪
–৬৯৮২৯৩ অথবা ০১৭৩২-৪২১৯৭৩
নাম্বারে যোগাযোগ করে ১০
৫০ টাকা ফ্রি দিয়ে টিম এন্টি করতে বলা হয়েছে। খেলা ড্র হবে ৭ই মার্চ বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুলে সন্ধা ৬:০০ ঘটিকায়। -বিজ্ঞপ্তি