
বিশ্বনাথ সোসাইটি ইউ.কে’র উদ্যোগে আজ সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে গরিব ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক নুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সোসাইটি ইউ.কে’র সেক্রেটারী শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আকবর আলী বাবু, রজব আলী, হাফিজ আরব খান, নজরুল ইসলাম হান্দু, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সুখরঞ্জন সরকার, আনোয়ার হোসেন, জাকির হোসেন প্রমুখ, অনুষ্ঠানটি পরিচালনা করেন ইক্বরা মডেল একাডেমীর পরিচালক ও সিংগেরকাছ বাজার বণিক সমিতির সমাজ কল্যাণ সম্পাদক মোt নিজাম উদ্দিন। অনুষ্টানের মাধ্যমে ৮ম ও ৯ম শ্রেণীর প্রায় ৫০ জন গরিব ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রয়োজনীয় পাঠ্য বই বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি