সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৬ ইং, ৮:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৭ বার পঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি আকতার হোসেন সাংবাদিকদের জানান, ফতেহপুর ও মিরেরগাঁওয়ের ফজলু মিয়া ও নেছার মেম্বারের লোকজনের মধ্যে রোববার বিকেলে মরাগাংয়ে মাছ ধরা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, সংঘর্ষ থামাতে গিয়ে ইট পাটকেলের আঘাতে তিন পুলিশ আহত হন।
সংঘর্ষে আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত কমপক্ষে ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।