সিলেটে ৩ ডাকাত রিমান্ডে, ২ জন জেলে
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০১৬ ইং, ২:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৪০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: নগরীর মধুশহীদ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল সেট ও ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যের মধ্যে ২ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী-৩) হোসেন মোহাম্মদ রেজা শুনানী তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার ওই আদালতে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। গত সোমবার পুলিশ গ্রেফতারকৃত নুর উদ্দিনকে ৩ দিনের রিমান্ডে নিয়ে এখনও জিজ্ঞাসাবাদ করছে।
রিমান্ডে থাকা আসামীরা হচ্ছে- নগরীর ৮১/৩ কাজলশাহ’র ছাবুল মিয়ার পুত্র নূর উদ্দিন (২১), বাগবাড়ির লিয়াত আলীর কলোনির সোহেল আহমদ (২১) ও শহরতলীর সাহেবের বাজার পাঠানগাঁও’র সেবুল খাঁ (২২)। গ্রেফতারকৃত অপর আসামী নগরীর ভাতালিয়া মধুশহীদ ১৫/বি এর রেখা বেগম (৪০) ও মেজরটিলার নাথপাড়ার বাসিন্দা ব্রজেন্দ্র দেবনাথের পুত্র কৃষ্ণ দেবনাথ (২৮) জেলে রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিশ্বনাথ উপজেলার ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ৫০ ভরি স্বর্ণ, ডলার, পাউন্ড, টাকা, বেশ কিছু মোবাইল সেট, ইলেকট্রনিকস সামগ্রীসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় নূর উদ্দিন নামের এক ডাকাতকে আটক করে স্থানীয় জনতা পুলিশে দেন। আটক ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী গত শনিবার দুপুরে বন্দরবাজারে অভিযান চালিয়ে কৃষ্ণ দেবনাথকে গ্রেফতার করা হয় এবং গত সোমবার পুলিশ নুর উদ্দিনকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
গত রবিবার রাতভর মধুশহীদ এলাকার ১৫/বি বাড়িতে একদল ডাকাত অবস্থান করছে এমন সংবাদে সেখানে রাতভর অভিযান চালিয়ে সোহেল, সেবুল খা ও রেখা বেগমকে গ্রেফতারসহ ডাকাতি মালামাল উদ্ধার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ৫০ ভরি স্বর্ণালঙ্কার, ৫ লাখ টাকা মূল্যমানের দেশি-বিদেশী মূদ্রা, ৫ লাখ টাকা মূল্যের ৩৫টি মোবাইল ফোন সেট, ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪টি ল্যাপটপ, ৮০ হাজার টাকার ২টি এলসিডি টিভি, একটি ডিভিডি, ৬টি ক্যামেরা ও ২ কেজি ওজনের ইমিটেশনের অলংকার। গত সোমবার দুপুরে পুলিশ সিলেট জেলা পুলিশ লাইনসে এ নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ কর্মকর্তারা।