প্রেমিকার কামড়ে যুবকের মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬ ইং, ৭:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ২৫৯০ বার পঠিত

খবরে বলা হয়েছে, বান্ধবীর সঙ্গে রাতের ডিনার শেষ করেন ম্যাকিয়াস গঞ্জালেস নামের ওই যুবক। খাবারের টেবিলে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। খাবার শেষে আদর করে ম্যাকিয়াসকে কামড়ে দেন বান্ধবী। পরে টেবিলেই খিঁচুনি শুরু হয় ওই যুবকের। কিছুক্ষণ পরেই মারা যান তিনি।
চিকিৎসকরা জানান, বান্ধবীর কামড়ে ম্যাকিয়াসের গলায় রক্ত জমাট বেঁধে যায়। আর জমাট রক্ত ব্রেনে যাওয়ার সঙ্গে সঙ্গেই হার্ট অ্যাটাক হয় এবং তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ম্যাকিয়াস।
এদিকে ম্যাকিয়াসের মৃত্যুর জন্য তার পরিবার ২৪ বছর বয়সী ওই মেয়েকে দায়ী করেছেন। তবে ঘটনার পরই মেয়েটি পালিয়ে গেছে বলে জানা যায়।