সরকারকে একদিন ইলিয়াস নিখোঁজের চরম খেসারত দিতে হবে—-মোহাম্মদ শাহজাহান
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৬ ইং, ৮:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৯০১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, যে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার গণমানুষের নেতা ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। সে সরকারই আমাদের ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে হবে। যদি সরকার তাকে ফিরিয়ে না দিতে পারে তাহলে সরকারকে একদিন তার খেসারত দিতে হবে। ইলিয়াস নিখোঁজ ইস্যু থেকে শুরু করে বিভিন্ন সময়ে দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই মিথ্যা মামলায় আদালত পাড়ায় হাজিরা দিচ্ছেন। এখন আমরা যদি বিএনপিকে আরও সুসংগঠিত করতে পারি তাহলে আর কারো দয়া কিংবা সাহায্য লাগবেনা। বিএনপির নেতৃত্বেই মানুষ এই ফ্যাসিষ্ট সরকারকে উৎখাত করবে এবং ইলিয়াস আলীকেও উদ্ধার করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, ইলিয়াস আলীকে সরকার গুম করে রাখলেও তার আদর্শ মুছে ফেলা যাবে না। ইলিয়াস আলীর আন্দোলন করতে গিয়ে বিশ্বনাথে তিনজন বিএনপি কর্মী শহীদ হয়েছিল। অসংখ্যক নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নিখোঁজ ইলিয়াস আলীর পরিবারের পাশে আছেন পাশেই থাকবেন।
তিনি শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর মা-সূর্যবান বিবির সঙ্গে দেখা করার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশ্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিছতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামান, সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, জেলা সেচ্চাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান নেছার, আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিমুর রহমান মৌসুম,বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম সম্পাদক আব্দুল হাই, বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, প্রবাসী বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, জসিম উদ্দিন জুনেদ, জেদ্দা বিএনপি নেতা হাবিবুর রহমান, বিএনপি নেতা মোনায়েম খান, হাফিজ আরব খান, জামাল আহমদ, আসাদুজ্জামান নূর আসাদ, সুমন মিয়া, আব্দুল কুদ্দুছ, আলা উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, সদস্য সচিব মাস্টার ফখরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রানা, যুবদলের যুগ্ম আহবায়ক শামিমুর রহমান রাসেল, নান্নু মিয়া, আব্দুল লতিফ, গোবিন্দ মালাকার, যুবদল নেতা শাহজাহান, আসক আলী, ছালেক আহমদ, আবু সুফিয়ান, রানা মিয়া, আব্দুস সালাম, মানিক মিয়া জাহাঙ্গীর মিয়া, আবুল কালাম রুণু, ময়নুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান রাসেল, আবদুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মতিউর রহমান সুমন, উপজেলা ছাত্র দলের আহবায়ক (একাংশ) শাহ আমির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, আব্দুর রহমান খালেদ, শেখ ফরিদ, শামছুদ্দিন, তারেক আহমদ খজির, লিটন শিকদার, ইমরান আহমদ সুমন, রুহেল আহমদ কালু, সাইদ আহমদ, রুবেল আহমদ, প্রবেল, রুমেল, নজরুল, সাইফুল, কিরন বৈধ্য, দুলাল মেম্বার, সুমন, দিলোয়ার, ফাহিম, সালাম, সুজেল, সাজ্জাদ, ময়নুল, রাসেল, আবু বক্কর, কলেজ ছাত্রদল নেতা একে রাজু, রাসেল আহমদ, আখতার মিয়া, জিয়াবুর মিয়া, আফজল, কলিম, জয় দেব নাথ, ইসমাঈল, শিব্বির, ইব্রাহিম প্রমুখ।