ওমানে বিশ্বনাথের তরুণ ব্যবসায়ী শাহানের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৬ ইং, ৮:১০ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৭৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা ::বিশ্বনাথের আল-হেরা শপিং সিটির রিয়াদ টেলিকমের সত্বাধীকারী, বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা নিবাসী মো. শাহান আহমদ বৃহস্পতিবার ওমানে বিকেল পৌনে ৩টায় ইন্তেকাল করেছেন। ইন্না….রাজিউন মৃত্যকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। মৃত্যকালে শাহান আহমদ মা, স্ত্রী, ১ ভাই, ১ বোন, ১ ছেলেসহ আত্বীয়, স্বজন, বন্ধু-বান্ধব-অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহান আহমদ জীবন-জীবিকার তাগিদে চলছি বছরের রমজান মাসে ওমানে চলে যান। ওমানে গিয়েও দেশ মাতৃকার টান তার মনের মধ্যে সব সময় ছিল। বন্ধু-বান্ধবদের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। এলাকার সবার খবর নিতেন শাহান। শাহান ছোট বেলা থেকেই শান্ত মেজাজের। শাহান সব সময় মানুষের সাথে মিশে থাকতেন। নম্র, ভদ্র ছিল শাহান যার ফলে এলাকার সবাই থাকে স্নেহ করতেন ভালবাসতেন। অকালে ঝড়ে যাওয়া সেই শাহানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে কেই তার মৃত্যূর খবর মেনে নিতে পারছিলেননা। শাহানের মৃত্যুর সংবাদ শুনে অবাক হয়েছেন এলাকাবাসিসহ উপজেলা শহরের লোকজন।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক বলেছেন, ওমানে বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় ষ্টোক করে ইন্তেকাল করেছে শাহান। লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে।