ওসমানীনগরে আবাসিক হোটেল থেকে ৬ তরুণ-তরুণী আটক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৬ ইং, ৫:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ২১৬৯৩ বার পঠিত
নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে আবাসিক হোটেল থেকে ৬ তরুন-তরুনী কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার গোয়ালাবাজারের নোহান হোটেল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ওসমানীনগর থানা পুলিশ।
এদিকে আটকের খবর পেয়ে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা থানায় গেলে থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আটককৃতদের বিষয়ে সাংবাদিকদের তথ্য দিতে অনিহা প্রকাশ করে এ বিষয়ে ওসির সাথে যোগাযোগ করেন। এসময় আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা থানার এসআই ফরিদ থানায় আসেন। কিন্তু তিনিও থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর দোহাই দিয়ে সাংবাদিকদের আটককৃতদের ছবি তুলতে বা নাম-ঠিকানা দিতে অনিহা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে নোহান আবাসিক হোটেলে থানা দীর্ঘদিন ধরে নানা রখম অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এর পূর্বে একাধিকবার জুয়াসহ অসামাজিকতার অভিযোগে ওই হোটেলে অভিযান চালিয়ে একাধিক ব্যাক্তিকে আটক করলেও পরবর্তীতে টাকার বিনিময়ে আটককৃতদের ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে।