সাংগঠনিক সম্পাদক পদে মিসবাহ সিরাজের হ্যাট্টিক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৬ ইং, ১২:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৭৩ বার পঠিত

উল্লেখ্য, মিসবাহ উদ্দিন সিরাজ প্রথম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ২০০৮ সালে। এক-এগারো পরবর্তী সময়ে সংস্কারপন্থির তকমা জুটায় আওয়ামী লীগের ডাকসাইটে নেতা ছাত্রলীগের এক কালের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের দল থেকে ছিটকে পড়ায়ই মূলত কপাল খুলে মিসবাহ উদ্দিন সিরাজের। ২০০৯ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ১৮তম সম্মেলনে সিলেট বিভাগের কোটায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও তখনকার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে টপকে মহানগরের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়াটা তখন চমক হয়েই এসেছিলো। ২০১২ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ১৯তম সম্মেলন। এ দফায়ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক পদটি পান মিসবাহ উদ্দিন সিরাজ।
আর এ পর্যন্ত আওয়ামী লীগের সর্বশেষ অর্থাৎ ২০তম জাতীয় সম্মেলন অনুষ্টিত হয় ২২ ও ২৩ অক্টোবর। এবারও মিসবাহ উদ্দিন সিরাজের কাঁধেই তুলে দেওয়া হয়েছে দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদটি।