সিলেটে এমপি এহিয়া চৌধুরীর অসুস্থ পিতাকে দেখতে গিয়ে এরশাদ যা বললেন
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৬ ইং, ৯:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১২৬৩৫ বার পঠিত

এ সময় এরশাদ বলেন, ‘এহিয়া একজন পরিশ্রমী নেতা। রাজনীতিতে অনেক দূর এগিয়ে যাবে।’ এরশাদ এমপি এহিয়া চৌধুরীর অসুস্থ বাবার শারীরিক খবর নেন। দুপুর ১২টায় তিনি এহিয়া চৌধুরীর বাসা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে দুপুর ১টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের সাথে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জিএম কাদের, দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার এমপি, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরুজ রশিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান আতা, এম জাকির হোসেন, মাহমদ আলী, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও জেলার সভাপতি আলতাফুর রহমান আলতাফ, জাপা নেতা একেএম দুলাল আহমদ, আশিক মিয়া প্রমুখ।