ওসমানীনগরে পাশের হার ৯১.৮৬%, মেয়েরা এগিয়ে
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৬ ইং, ৬:০৩ অপরাহ্ণ | সংবাদটি ২০৬২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে এবারের জেএসসির ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিসহ সার্বিক ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। উপজেলায় পাশের হার ৯১.৮৬ শতাংশ। উপজেলার ৩টি কেন্দ্রে ২৩০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২০১৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। ৫৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছে। সর্বোচ্চ ১০টি করে জিপিএ-৫ পেয়েছে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। এছাড়া মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ৭টি, খাদিমপুর নছিব উল্যা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ৫টি জিপিএ-৫ পেয়েছে।
গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ বলেন, আমার বিদ্যালয়ে ফলাফলে মেয়েরা এগিয়ে আছে। ১০টি জিপিএ-৫ এর মধ্যে মেয়েরা ৭টি পেয়েছে।
মঙ্গলচন্ডী নিশি কান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান বলেন, আমার বিদ্যালয়ে ৭টি জিপিএ-৫ পেয়েছে মেয়েরা।