বিশ্বনাথে অতিরিক্ত টাকায় চাউল বিক্রয়, ভ্রাম্যমান আদালতের ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৭ ইং, ৫:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৬০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফসলি জমি তলিয়ে যাওয়ায় এক শ্রেনীর অসাধু অসাধু ব্যবসায়ীরা চাউলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজেস্ট্রট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান চালান। অভিযানকালে অতিরিক্ত মূল্যে চাউল বিক্রি করার অভিযোগে কালিগঞ্জ বাজারে টি আলী ভেরাইটিজ স্টোরের চাউল ব্যবসায়ী তেরাব আলীকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, অভিযানে বাজারে অবস্থিত আঙ্গুর আলী ভেরাইটিজ ষ্টোরে ৫ হাজার ও মনির অ্যান্ড সন্স এ ৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষন চক্রবির্ত’র নেতৃত্বে একদল পুলিশ ছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে চাউল বিক্রিয় করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অন্য দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।