বিশ্বনাথে দু-পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০,আটক ২৬
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৭ ইং, ১০:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৭৩৭ বার পঠিত

ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অনন্ত ৫০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জার গাঁও গ্রামের লাল মিয়া ও লেচু মিয়া লোকজনের মধ্যে এঘটনা ঘটে। এসময় হামলায় বাড়ি-ঘর ভাংচুর করা হয়। তাৎক্ষনিক আহতদের নাম জানাযায়নি। তবে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। পরে পুলিশ অনেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ২৬জনকে আটক করে থানায় নিয়ে আসে।
জানাগেছে, শিশুদের ঝগড়া নিয়ে উপজেলার মির্জারগাঁও লাল মিয়া ও লিচু মিয়া মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে পুলিশসহ অনন্ত ৫০জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ,স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আশাপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার পরিস্থিত কিছুটা শান্ত রয়েছে।
সংঘর্ষের সত্যতা স্বীকার করে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, সংঘর্ষে পুলিশসহ ৫০জন আহত হয়েছেন এবং কয়েক বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। তবে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে বলে তিনি জানান।
থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। ঘটনাস্থল থেকে ২৬জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।