বিশ্বনাথে ‘দর্পহীনা’ গ্রন্থের’ প্রকাশনা: সাহিত্য মানবজীবনের প্রতিচ্ছবি : আয়াছ মিয়া
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৭ ইং, ৮:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ২৪৯১ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: টাওয়ার হ্যামলেটস ডেপুটি স্পীকার, বিশ্বনাথ এইড ইউকের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আয়াছ মিয়া বলেছেন, সাহিত্য হচ্ছে মানবজীবনের প্রতিচ্ছবি। সমাজ পরিবর্তনের হাতিয়ার। একজন সাহিত্যিক তাঁর লেখার মাধ্যমে গোটা জাতিকে এগিয়ে নিতে পারেন। এমন লেখাগুলো লিখে যাচ্ছেন বিশ্বনাথের প্রবীণ সাহিত্যিক মিজানুর রহমান মিজান। তিনি বলেন, মিজানুর রহমান মিজানের বাবা মরহুম চাঁন মিয়াও ছিলেন একজন গুণী লেখক। চাঁন মিয়ার লেখাগুলো প্রচার করলে মরহুম বাউল সম্রাট আব্দুল করিমের মত গোঠা বিশ্বের কাছে পরিচিতি থাকত।
আয়াছ মিয়া বলেন, বর্তমান সময়ে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ঠ সাহিত্যিক মিজানুর রহমান মিজানের লেখাগুলো মিডিয়ায় প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি ২৩ ডিসেম্বর শনিবার বিশ্বনাথের রাজাগঞ্জবাজারে আবির্ভাব সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত লেখক মিজানুর রহমান মিজানের সম্পাদনায় ৫ম গ্রন্থ ‘দর্পহীনা’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গ্রন্থ প্রকাশক শায়েস্থা মিয়া ও সাহিত্যকর্মী লাহিন নাহিয়ান এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ‘দর্পহীনা’ গ্রন্থ লেখক মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকের সাধারণ সম্পাদক, সমাজসেবক আবুল হাসনাত, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, সাহিত্যকর্মী এইচ.এম. আরশ, ছাত্রনেতা পলাশ সেনাপতি, মুসতাক আহমদ মুস্তফা, জসিমউদ্দিন, আলমগীর হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা উস্তার আলী, বিশ্বনাথ নি্উজ ২৪ ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য নূরউদ্দিন সমাজকর্মী বাদল চন্দ্র বলাই, কুতুবউদ্দিন, আলী হোসেন, শাহরিয়ার আমিন অনিক, আমিনুল হক, জায়েদ হোসেন, জসিমউদ্দিন, রেজা আহমদ, সুহেল আহমদ, ব্যবসায়ী আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সুহেল আহমদ। মিজানুর রহমান মিজানের লেখা কবিতা পাঠ করেন লাহিন আহমদ নাহিয়ান, জসিমউদ্দিন, আলমগীর হোসেন।